দুই মলাটে পাওয়া যাবে ফরিদা পারভীনকে

0
312

খুলনাটাইমস বিনোদন: কিংবদন্তি সংগীতশিল্পী ফরিদা পারভীন। তার কর্মজীবন সংগীতময়। শুধু লালনের গান নয়, একাধারে গেয়েছেন আধুনিক এবং দেশাত্মবোধক গানও। ফরিদা পারভীনের গাওয়া আধুনিক, দেশাত্মবোধক কিংবা লালন সাঁইয়ের গান সমানভাবে শ্রোতাপ্রিয়। এবার তার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে বই। দুই মলাটে পাওয়া যাবে ফরিদা পারভীনকে। কাজটি করছেন ফ্রান্সের গবেষক ড. এলেন পিয়ারো। জীবনী লেখার পাশাপাশি এ গবেষক তার সংগীত জীবন নিয়েও গবেষণা করছেন। ফরিদা পারভীন বলেনÑ‘চমৎকার একজন মানুষ ড. এলেন পিয়ারো। অনেক আগে তার সঙ্গে আমার পরিচয়। একপর্যায়ে আমার কর্ম ও জীবন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। আমিও সাড়া দেই। তারপর থেকেই তিনি নিয়মিত ঢাকায় আসছেন। জীবনী লেখার কাজটি এখনো শেষ হয়নি। ড. এলেন বেশ গুরুত্ব দিয়েই কাজটি করছেন। আশা করছি আমার জীবনের সব বিষয়ই এখানে স্থান পাবে।’ গত মার্চে মুজিববর্ষ উপলক্ষে একটি যৌথ গানে সর্বশেষ কণ্ঠ দেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। ঘরবন্দি জীবনে সংগীতচর্চা ও পরিবারের সঙ্গে সময় কাটছে তার।