দিঘলিয়া থানা এলাকায় রাজাকারের তালিকায় আছেন যারা

0
541

নিজস্ব প্রতিবেদক: দিঘলিয়া থানা এলাকায় রাজাকার ছিলেন যারা, তাদের ইউনিয়ন ভেদে নাম পর্যায়ক্রমে দেয়া হলো। মুক্তিযোদ্ধা সংসদ, দিঘলিয়া উপজেলা কমান্ডের কমান্ডার অধ্যাপক এম রশিদের ২০১৫ সালের ২৭ ডিসেম্বর উপজেলা নির্বাহী (ইউএনও) কার্যালয়ে পাঠানো প্রতিবেদন থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।
গাজীরহাট ইউনিয়ন : মোল্লাডাঙ্গা গ্রামের বাবন বিশ্বাসের পুত্র কবির বিশ্বাস, খালেক মোল্লার পুত্র মোস্তফা মোল্লা, মাওলা মোল্লা, মৃত মকিম মোল্লা, ইসমাঈল বিশ্বাসের পুত্র সোবহান বিশ্বাস, মুনসুর বিশ্বাস, মেহের শেখের পুত্র আব্দুল জলিল শেখ, আফিল উদ্দিন শেখের পুত্র আতিয়ার শেখ, আলতাপ মোল্লার পুত্র হান্নান মোল্লা, বসির উদ্দিন শেখের পুত্র বোরহান শেখ, বজলু মোল্লার পুত্র রব মোল্লা, সবেদ ফকিরের পুত্র মজিদ ফকির, মোমিন উদ্দিন শেখের পুত্র কাওছার শেখ, আলেক মোল্লার পুত্র বাবন মোল্লা।
বারাকপুর ইউনিয়ন : বারাকপুর গ্রামের শাহাদাৎ আলী বিশ্বাসের পুত্র আব্দুল করিম বিশ্বাস, নূর হোসেন গাইটে (পিতা অজ্ঞাত), আব্দুর রহমান পিতা অজ্ঞাত, ধইনে শেখের পুত্র আব্দুল জব্বার শেখ, তালেব শেখ পিতা অজ্ঞাত, সাদেক মোড়লের পুত্র মালেক মোড়ল, করিম গাজী পিতা অজ্ঞাত, লাখোহাটি গ্রামের আফেল শরিফের পুত্র শরিফ আনোয়ার হোসেন, সোবহান শেখের পুত্র আব্দুল বারিক শেখ, রফি শেখ পিতা অজ্ঞাত, তাজেল শেখের পুত্র মোসলেম শেখ, নেছার শেখের পুত্র হাফিজ শেখ, আব্দুর রহমান পিতা অজ্ঞাত, আব্বাস আকুঞ্জির পুত্র মুক্তার আকুঞ্জি, ফটিক শেখের পুত্র শামসুর শেখ, ফয়েজ শেখের পুত্র গফ্ফার শেখ, জব্বার শেখের পুত্র বসির শেখ, তুফাজ শেখের পুত্র গোলাম শেখ, হাসেম শেখের পুত্র মহি শেখ, ছোট সরদারের পুত্র ধুনা সরদার, জামির সরদারের পুত্র রুস্তম সরদার, দেলোয়ার শেখ পিতা অজ্ঞাত, ছুটে শেখের পুত্র খলিল শেখ, হবি শেখ, ইউসুফ শরিফের পুত্র লুৎফর শরিফ, চাঁন সরদারের পুত্র ছলেমান সরদার, করিম শেখের পুত্র জবেদ আলী, আফতাব মোল্লার পুত্র ইলিয়াস মোল্লা, ধ্যানা শেখের পুত্র মজিবর শেখ, আব্দুল মালেক মুন্সির পুত্র লুৎফর মুন্সি, ফজর ফকিরের পুত্র মুনসুর ফকির।
দিঘলিয়া ইউনিয়ন : ব্রক্ষ্মগাতি গ্রামের আব্দুল গফুর শেখ পিতা অজ্ঞাত, আবু বকর চেয়ারম্যান পিতা অজ্ঞাত, আব্দুল গফুর শেখের পুত্র আবু জাফর শেখ, গোয়ালপাড়া গ্রামের লাল মিয়ার পুত্র শওকত শেখ, সুগন্ধি গ্রামের মুন্সি হাবিবুর রহমান পিতা অজ্ঞাত, দেয়াড়া কলোনী এলাকার সাবির হোসেন পিতা অজ্ঞাত, হিয়াদ হোসেন পিতা অজ্ঞাত, খলিলুর রহমান পিতা অজ্ঞাত, তামাকু মৌলভী পিতা অজ্ঞাত, মোটা শওকত পিতা অজ্ঞাত, মনসুর আলী পিতা অজ্ঞাত, বন্দীশের বোনাই পিতা অজ্ঞাত, সানাউল্লাহ দারোয়ান পিতা অজ্ঞাত, আল আমিন পিতা অজ্ঞাত, আনোয়ার হোসেন পিতা অজ্ঞাত, মেটোরা কসাই পিতা অজ্ঞাত, লাকড়ু কসাই পিতা অজ্ঞাত, হাবিব পিতা অজ্ঞাত, আকবার পিতা অজ্ঞাত, হাবিবুর পিতা অজ্ঞাত।
সেনহাটী ইউনিয়ন : হাজী গ্রামের হাতেম মোল্লার পুত্র হাফেজ আনোয়ার হোসেন, দিলাল ফকিরের পুত্র আলী ফকির ওরফে ধলা মিয়া, রাঙা মিয়া শেখের পুত্র আব্দুর সবুর শেখ, পাচু শেখের পুত্র মৃত আব্দুল হামিদ শেখ, ছমির শেখের পুত্র নজরুল শেখ, কাশেম শেখের পুত্র জামির শেখ, আবুল মেখের পুত্র উজির শেখ, নয়ন সরদারের পুত্র এন্তাজ সরদার, ফজদরী কাজীর পুত্র সাত্তার কাজী, কায়েম শেখের পুত্র মৃত মোহাম্মদ আলী শেখ, হোসেন সরদারে পুত্র মৃত খোরশেদ সরদার, সবেদ মোল্লার পুত্র আলেক মোল্লা, ফজলে মোল্লার পুত্র রশিদ মোল্লা, আজিজ মোল্লার পুত্র মৃত নাজিম মোল্লা ও ধোনাই সরদারের পুত্র ছিদ্দিক সরদার।