দিঘলিয়ায় শিশু মেলার সমাপনী

0
617

তথ্যবিবরণী:

খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি কর্মসুচির আওতায় দু’দিনব্যাপী শিশু মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ আজ দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খান নজরুল ইসলাম। দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ফেরদৌস ওয়াহিদ এতে সভাপতিত্ব করেন।

দু’দিনব্যাপী এ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশুর শিক্ষা ও বিকাশ, শিশু ও নারী অধিকার, নিরাপত্তা, শিশুর পানিতে ডোবা প্রতিরোধ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার সমতা, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, পরিস্কার-পরিচ্ছন্নতা, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।