দিঘলিয়ায় মাদকের বিরুদ্ধে ডিএনসি কাপ ফুটবল টুর্ণামেন্টে এমএ মজিদ স্কুল জয়ী

0
551

টাইমস প্রতিবেদক : খুলনা জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকের বিরুদ্ধে সচেতনতামুলক ডিএনসি কাপ-২০১৭ ফুটবল টুর্নামেন্ট দিঘলিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্ভর) বিকেলে এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। খেলায় এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হয়েছেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার শম্পা কুন্ডু’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম। খেলায় এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় বনাম পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলাটি পরিচালনা করেন রেজাউল ইসলাম, তালুকদার তকদির হোসেন, ফখরুল ইসলাম বাবু ও অপুর্ব কুমার মল্লিক। খেলায় ধারাভাষ্যকর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মেহেদী হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান, এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, দিঘলিয়ার ওসি তদন্ত বিরাজ কুমার কর্মকার, দিঘলিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান তারেক। খেলায় মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন দৈনিক প্রবাহ, পূর্বাঞ্চল ও সময়ের খবর। এছাড়া খেলাটি পৃষ্ঠপোষকতায় ছিল পাঞ্জেরী সোহাগ ডিপো।
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেলে খেলতে চল।’ এই শ্লোগান নিয়ে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় আয়োজনে উপজেলায় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পর্যায়ক্রমে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলা শেষে শ্রেষ্ট খেলোয়াড়কে সম্মাননা স্মারক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুব সমাজকে এগিয়ে আসতে পাবে। এছাড়া মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতামুলক বৃদ্ধি করার আহবান জানান। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানা, সহকারি উপ-পরিদর্শক শাহীন পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।