দিঘলিয়ায় অবাধে মাটি কাটায় চরম ঝুঁকিতে বেড়িবাঁধ

0
169

দিঘলিয়া প্রতিনিধি:
দিঘলিয়া উপজেলাধীন আতাই তীরবর্তী পারহাজিগ্রামে অবস্থিত বেশ কয়েকটি ইটের ভাটা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিবিসি ও রাজ ব্রিকস ইট ভাটা দুটি অনেক বছর যাবৎ নদীর তীরবর্তী বেড়িবাঁধ ঘেষে অবাধে মাটি কেটে ইট তৈরী ও বিক্রি করে আসছে। সরেজমিনে দেখা যায়, বিবিসি ও রাজ ব্রিকস যেভাবে মাটি কেটে আসছে তাতে করে নদীর জোয়ার ভাটা আসলে ভাঙ্গন সৃষ্টি হয়ে লোকালয়ে ব্যপক ক্ষতির সম্মুখীন হবে। ইতোমধ্যে দুটি ইট বেশ কিছু জায়গায় বেড়িবাঁধ ফাটল ধরেছে। এবিষয়ে ভাটা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা কৌশলে বিষয়টি এড়িয়ে যায়। এমতাঅবস্থায় দ্রæত ব্যবস্থা গ্রহন না করলে চরম ঝুঁকির মুখে পড়বে পারহাজীগ্রাম বাসি।