দিঘলিয়ায় অবহিতকরণ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

0
134

দিঘলিয়া প্রতিনিধি:
দিঘলিয়া উপজেলায় কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি স্বেচ্ছাসেবক ও সুশীল সমাজের প্রতিনিধিগনকে করোনা মহামারী প্রতিরোধে সংশ্লিষ্ট আইন ও বিধি বিধান সমুহ সম্পর্কে অবহিতকরন প্রশিক্ষন কর্মশালা দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ২ দিন ব্যাপী অবহিতকরন ও প্রশিক্ষক কর্মশালা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরন প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: আলিমুজ্জামান মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মাহাবুবুল আলম। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মো: আহসান উল্লাহ চৌধুরী। সেনহাটি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন এসোসিয়েশনের সদস্য সচিব মোল্যা মাকসুদুল ইসলাম, সাংবাদিক শেখ মনিরুল ইসলাম, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থায়ী সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সী (জাইকা) র সহায়তায় উপজেলা অর্থ বাজের পরিকল্পনা ও স্থানীয় সম্পদ আহরন সংক্রান্ত স্থায়ী কমিটি অবহিতকরন ও প্রশিক্ষন সভার আয়োজন করে।

খুলনা টাইমস/এমআইআর