দিগরাজে ১০ এমবি ৩৩/১১ কেভি বিদ্যুত উপকেন্দ্রের উদ্বোধন

0
499

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
দিগরাজ বিদ্যারবাহন ১০ এমবি ৩৩/১১ কেভি বিদ্যুত উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে এম এস সানরাইস এন্টারপ্রাইজ এই বিদ্যুত উপকেন্দ্রটি নির্মান করেন। শনিবার সকাল ১১ টায় বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ এর সভাপতিত্বে বিদ্যুত উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক।
প্রধান অতিথি তার বক্তৃতা বলেন, দেশে শতভাগ বিদ্যুত নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। রামপাল-মোংলা অর্থনৈতিক জোন হিসাবে চালু হবার পর এখানে বিদ্যুতের চাহিদা বেড়েছে। বিদ্যুতের ঘাটতি না থাকে তার জন্য এই এলাকায় একটি সাবস্টেশন করা হয়েছে। নির্বিঘেœ বিদ্যুতের জন্য আমাদের আরও একটি সাবস্টেশন করার পরিকল্পনা আছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অতিঃ পুলিশ সুপার শাহাদাত হোসেন, পল্লী বিদ্যুত এর জিএম মোঃ জাকির হোসেন, রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, রাজনগর ইউপি চেয়ারম্যান আঃ হান্নান ডাব্লু, ইউপি বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, রামপাল উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, রামপাল থানার ওসি (ভারপ্রাপ্ত) এমডি তুহিন হাওলাদার, আলমগীর হোসেন, প্রদীপ গোলদার, সহ পল্লী বিদ্যুত এর বিভিন্নপর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।