দাকোপে সিআইজি মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
583

দাকোপ প্রতিনিধি :
খুলনার দাকোপ উপজেলায় গতকাল মঙ্গলবার (২৯ মে) সকাল ১১টায় জাতীয় কৃষিজাত প্রযুক্তি প্রকল্পের (এনএটিপি দ্বিতীয় পর্যায়) আওতায় সিআইজি মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার তিলাডাঙ্গা ইউনিয়নের মধ্যপাড়া সিআইজি মৎস্যচাষী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে “মাছ চাষে খাদ্য ব্যবস্থাপনা এবং দলীয় সঞ্চয় ব্যবস্থাপনা” এর উপরে একদিনের প্রশিক্ষণ কর্মসুচী হয়। মৎস্য লিফদের সহযোগীতায় এ কর্মশালায় উপজেলার প্রত্যেকটি সিআইজি দলের ২০ জন মৎস্য চাষী গত ১০ মে থেকে ২৯ মে পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
আয়োজিত প্রশিক্ষণে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়দেব পালের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদ। কর্মশালায় প্রধান অতিথি উপস্থিত চাষীদের মাঝে মাছের খাবারের গুনগতমান, খাদ্য প্রস্তুত, খাদ্য মজুদ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেন। এসময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সিআইজি চাষীদের মাছ চাষ উপকরণ সামগ্রীর মাধ্যমে মাটি ও পানি পরিক্ষার গুরুত্ব ব্যাখা করে হাতে কলমে প্রশিক্ষণ দেয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারি আলহাজ্ব মোল্ল্যা সাইফুল ইসলাম, সবুজ সরকার, জাহিদ হাসানসহ আরও অনেকে।