‘দাকোপে সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র’ সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের ভাষ্য

0
348

টাইমস প্রতিবেদন : গত ৩ ডিসেম্বর খুলনা টাইমসে ‘দাকোপে সংখ্যালঘু পরিবারকে পৈত্রিক বসত ভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র’ শিরোনামে প্রকাশিত সংবাদের আংশিক অংশের প্রতিবাদ জানিয়েছেন মো:আফজাল শেখ। মো:আফজাল শেখের পুত্র মো: মেহেদী হাসান স্বাক্ষরিত ওই প্রতিবাদ লিপিতে দাবি করা হয়েছে প্রকাশিত সংবাদে দাবি করা হয়,বিষয় নিয়ে গত ১৫ ডিসেম্বর রাত ৮ টায় স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্কিবর্গে উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেখা যায় উল্লেখিত সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ বা নির্যাতনের কোন ধরনের কর্মকান্ড সংঘটিত হয়নি।
প্রতিবেদকের ভাষ্য: প্রথমত প্রতিবাদকারি প্রকাশিত সংবাদের তথ্য সম্পর্কে কিছুই বলেননি। গত ১৫ ডিসেম্বরের স্থানীয় বৈঠকের বিষয় তিনি উল্লেখ করেছেন যা প্রকাশিত সংবাদের ১২ দিন পর অনুষ্ঠিত হয়। তছাড়া ওই বৈঠকের লিখিত কোন প্রমান পত্র প্রতিবাদের সঙ্গে সংযুক্ত করেন নাই। এমতবস্থায় প্রকাশিত সংবাদের তথ্য সম্পর্কে কোন ধরনের প্রশ্ন তোলার যৌক্তিকতা প্রতিবাদকারির নেই।