দাকোপে যোগসূত্র স্থাপন বিষয়ক কর্মশালা

0
388

নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :
খুলনার দাকোপ উপজেলায় ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে সেবা বঞ্চিত নাগরিকের যোগসূত্র স্থাপন বিষয়ক কর্মশালা হয়েছে।

 

উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হত দরিদ্র জনগোষ্ঠির দারিদ্রতা বিমোচনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সাথে যোগসূত্র স্থাপন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিপা রায়, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মাহবুর রহমান, সমবায় কর্মকর্তা গৌরহরি মল্লিক, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মিসেস খায়রুনেছা, ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস কোঅর্ডিনেটর মাহাবুবুর রহমানসহ উপজেলার সকল দপ্তরের কর্তকর্তা ও এনজিও প্রতিনিধিবৃন্দ।

প্রকল্পের তালিকায় উপজেলার ২ হাজার ৭ শত ৬৪ জন হত দরিদ্র ব্যক্তিরা সরকারের বিভিন্ন দফতর থেকে যে সকল সেবা নিতে পারবে তা উল্লেখ করেন কর্মকর্তারা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশীলন নবযাত্রা প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর মো. আকবর হোসেন।