দাকোপে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

0
127

দকোপ প্রতিনিধি:
খুলনার দাকোপে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ৩১বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।সূর্য্যদয়ের সাথেসাথে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, সকাল ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে মাল্যদান, পরে জাতীয় পতাকা উত্তোলন, ১১টায় উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কামশনার ভূমি মোঃ মর্তুজা খান, থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যানগন, বীর মুক্তিযোদ্ধাগন,উপজেলার সকল কর্মকর্তাগন, সংবাদিক বৃন্দ। উপস্থিত ছিলেন শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, জিও, এনজিও প্রতিনিধিগন ও সকল স্তরের জনসাধারন। পরে বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাঠে চালনা পৌরসভা একাদশ বনাম উপজেলা পরিষদ একাদশ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সংাস্কৃতিক অনুষ্ঠান হয়।