দাকোপে ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

0
374

দাকোপ প্রতিনিধি:
“পরিকল্পিত ফল চাষ,যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্যে দাকোপে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল ১০ টায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সমন্বয় একটি বর্নাঢ্য র‌্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলানয়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা রীনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, চালনা এম এম কলেজের অধ্যক্ষ অসিম কুমার থান্দার। বক্তৃতা করেন প্রোগ্রাম অফিসার রাজূ আহম্মেদ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার,কৃষক মুরারী মহন থান্দার প্রমুখ।