দাকোপে পুলিশ সেবা সপ্তাহ পালিত

0
646
All-focus

প্রতিনিধি, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় রোববার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে দাকোপ থানা পুলিশের আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি থানা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি উপজেলা চত্বরে এসে শেষ হয়। দিবসটির প্রতিপাদ্য পুলিশকে সহায়তা করুণ, পুলিশের সেবা গ্রহণ করুণ। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকাররম হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিতে পুলিশ সদস্যের হাতে ছিল লেখাসংবলিত বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড। যেমন-‘মাদক, সন্ত্রাসী ও জঙ্গীদের সম্পর্কে তথ্য দিন’, ‘পুলিশ জনতা, জনতাই পুলিশ’, ‘অনলাইনে পুলিশ সেবা নিন’, ‘ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে ঘরে ফিরুন’, ‘আপনার মেয়েকে শ্বশুর বাড়ি যেভাবে চান, আপনার বাড়িতে বৌ হয়ে আসা মেয়েটিকেও সেভাবেই রাখুন’ ইত্যাদি।

এতে উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাশ, উপপরিদর্শক পলাশ কুমার দাশ, আ. হাকিম, ফারুক, খোরশেদ আলী(ডিএসবি), সহকারি উপপরিদর্শক কাজী ফেরদৌস, আজিজুল ইসলাম, রবিউল, কমল কৃষ্ণ, মনির, থানা কমিউনিটি পুলিশের উপদেষ্টা অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল, কমিউনিটি পুলিশের গোলাম হোসেন শেখ, এবিএম রুহুল আমিন, গোবিন্দ বিশ্বাস, এসএম মামুনুর রশিদ, দ্বীজেন মল্লিক, পুলিশ সদস্য ছাবুর মুন্সীসহ আরও অনেকে।