দাকোপে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা

0
241

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস :
নারী নির্যাতন বন্ধে অভিভাবকমহলের সংকীর্ণ মানসিকতার পরিবর্তন করতে হবে। পারিবারিক সহিংসতা প্রতিরোধে পরস্পরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা জাগ্রত রাখতে হবে। তাছাড়া নারীকে সম্মান করলে সে সম্মান সমাজই ফিরে পাবে। সামাজিক সচেতনতা গড়ে তোলার মধ্যদিয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করা যাবে।

সোমবার ( ১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনার দাকোপ উপজেলায় নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠাক-এ বক্তারা এসব কথা বলেন।

দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ। বৈঠাকে উপস্থিত ছিলেন, দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ সেকেন্দার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হকসহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা।

 

খু টাইমস / এআর