দাকোপে ডিকেএসপির শিক্ষাবৃত্তি প্রদান ও মতবিনিময় সভা

0
894

খুলনার দাকোপ উপজেলায় ‘দাকোপ খুলনা শিক্ষা পরিবারের’ (ডিকেএসপি) আয়োজনে অসহায়, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও মতবিনিময় সভা হয়।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল চারটার দিকে উপজেলার ত্রিমোহনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিকেএসপি’র সভাপতি হেমন্ত কুমার বৈদ্য। এতে বক্তব্য করেন, কম্পিউটার প্রকৌশলী ও ডিকেএসপি’র সমন্বয়কারী অসীম ঘরামী, ডিকেএসপি’র সহসভাপতি প্রাণকৃষ্ণ মণ্ডল, প্রাণিসম্পদ মন্ত্রালয়ের ডিএলও সুখেন্দু শেখর গাইন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক তুহিন রায়, জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা সত্যেন মণ্ডল, উপজেলা সাব রেজিষ্টার কর্মকর্তা নারায়ন চন্দ্র মণ্ডল, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী কবির মোড়ল, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, বাজুয়া এসএন কলেজের প্রভাষক অনিমেষ মণ্ডল, মনিকা রায়, সহকারী শিক্ষক বিদেশ রায়, প্রাক্তন শিক্ষক যুগল কৃষ্ণ মণ্ডল, ত্রিমোহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার গাইন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি হরেন্দ্রনাথ মণ্ডল, সমাজ সেবক শেখ যুবরাজ, দেবব্রত বিশ্বাস, মামুন হাওলাদারসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন স্থানীয় সুধীজন, ডিকেএসপি’র সদস্যরা ও শতাধিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এসময় উপজেলার ১৭জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উত্তম বিশ্বাস।

খবর বিজ্ঞপ্তি