দাকোপে জেলা পরিষদের পুকুরটির বেহাল দশা

0
197
দাকোপে জেলা পরিষদের পুকুরটির বেহাল দশা

দাকোপ প্রতিনিধি:
দাকোপ সদর চালনা বজারে অবস্থিত জেলা পরিষদের পুকুরটি বেহাল দশায় পরিণত হয়েছে। নেই কোন বাউন্ডারি ওয়াল। চারপাশে ময়লা আবর্জনা সারা বছর পুকুরের মধ্য পড়ে পানি দুষিত হতে থাকে। সর্বসাধারন মাছ ধরে এ পুকুরে প্রতিদিন। নোংরা সকল জিনিসপত্র ধোয়ার কাজও চলে এ পুকুরে। সাপ্তাহিক হাটের দিনতো রীতিমত হাটুরেদের লাইন পড়ে যায়। পুকুরের পাড়ে বর্তমানে লেপতোষক, কাপড়সহ নানা ধরনের দোকানপাটও বসানো হয়েছে।
এছাড়াও পুকুরের পাড়ের উপরে জেলা পরিষদের জায়গায় কেউ কেউ দখল করে দোকানপাট, ঘরবাড়ি বেধে বসবাস শুরু করেছে বেশ আগে থেকেই। আর হাটের দিনের শত শত দোকানদারদের ময়লা-আবর্জনা, কাছাকাছি বসবাসকারিদের বাড়ির নিত্যদিনের ময়লা আবর্জনা এ পুকুরেই পড়ছে, কেউ রাতে কেউ দিনে সুযোগ বুঝে হরহামেশাই এটাকে বর্জখানা হিসেবে ব্যবহার করছে।
আগে এ পুকুরের পানি সরাসরি, ফিল্টার যখন ভাল ছিল ফিল্টারের থেকে নিয়ে রান্নার জন্য ব্যবহার হয়ে আসছে। অথচ পৌরসভা লাগোয়া পুকুরটির এখন এই হাল। খনন করে সঠিকভাবে পাড় না বাঁধা এবং বাউন্ডারি ওয়াল না দেওয়ায় এ সমস্যার সৃষ্টি, এ দূর্ভোগ।