দাকোপে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত

0
521

নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :

খুলনার দাকোপ উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস উদযাপিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। দিবস দুটির এবারের প্রতিপাদ্য ছিল ‘টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ এবং ‘হাত ধোব নিয়মিত, থাকবো সবাই স্বাস্থ্যসম্মত’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবস দুটি উপলক্ষ্যে হাতধোয়া প্রদশর্নী, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়।

সকাল ১০টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাড. সুভদ্রা সরকার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন, উপসহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মিলন ফকির, নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মাহবুর রহমান, সমবায় কর্মকর্তা গৌরহরি মল্লিক, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহেল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা গোষ্ট কুমার দাস, সামাজিক বন কর্মকর্তা মো. মুজিবুর রহমান, পৌর কাউন্সিলর দেবাশীষ মণ্ডলসহ আরও অনেকে।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা হয়।