দাকোপে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা!

0
628
All-focus

নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :

খুলনার দাকোপ উপজেলায় ‘ঐতিহাসিক তিন নভেম্বর কারাগারের অভ্যন্তরে নিহত চার নেতার জেল হত্যা দিবস’ স্মরণে আলোচনা সভা হয়েছে।

সভা শুরু হওয়ার আগে শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে তাঁদের উদ্দেশ্যে প্রাথনা করেন উপস্থিত সকলে।

 

শনিবার (০৩ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার লাউডোব ইউনিয়নের বাদামতলা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে জেলা হত্যা দিবস উপলক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে লাউডোব বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ, বিদ্যালয় প্রাঙ্গণে বিণাপানি স্মৃতিমুক্ত মঞ্চন ও লাউডোব পশরধার শ্রীশ্রী বাসন্তী মাতা মন্দিরের উদ্বোধন করেন সভার প্রধান অতিথি খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস।

 

লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজিৎ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন, দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, রজত কান্তি শীল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাড. সুভদ্রা সরকার, চালনা পৌরমেয়র সনত কুমার বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন, বটিয়াঘাটা উপজেলার সদর ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল, গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান শেখ হাদীউজ্জামান হাদী, ভান্ডারকোর্ট ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, দাকোপের বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, পৌর কাউন্সিলর এসএম আ. গফুর, আ’লীগ নেতা দেবপ্রসাদ বিশ্বাস, সঞ্জীব কুমার মণ্ডল, অনুপম বিশ্বাস, সুপদ রায়, অপরাজিৎ মণ্ডল অপু, মির্জা সাইফুল ইসলাম টুটুল, ক্ষিতীষ চন্দ্র রায়, গাজী রবিউল ইসলাম, গৌতম সরকার কাঁকন, প্রীতিশ হালদার, বিপ্রদাস মণ্ডল, রাহুল রায়, উত্তম সরদার, কাঞ্চন বিশ্বাসসহ আরও অনেকে।

 

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মানস মুকুল রায়। এ সময় বক্তারা জাতীয় চার নেতার সম্পর্কে সাধারণ মানুষের মাঝে উপস্থাপন করেন। আলোচনা সভা শেষে সন্ধ্যায় ওই মঞ্চে আয়োজকদের পক্ষ থেকে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে এলাকাজুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে বলে জানা গেছে। অনেকেই মন্তব্য করে বলেন এমন একটি দিবসে কিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে?