দাকোপে খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের প্রশিক্ষণ শেষ

0
399
All-focus

আজিজুর রহমান,দাকোপ (খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:
দাকোপ উপজেলায় ইউএসআইডি’র অর্থায়নে, ওয়ার্ল্ডভিশন নবযাত্রা প্রকল্পের আয়োজনে ও উইনরক ইন্টারনাশন্যালের সহযোগীতায় এবং কোডেকের বাস্তবায়নে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে ২৮ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারী পর্যন্ত স্থানীয় মৎস্য উপকরণ, সরবরাহকারীর দক্ষতা উন্নয়ন ও ব্যবসা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব পালের উদ্বোধনে আয়োজিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উইনরক ইন্টারন্যাশনালের লাইভলীহুডস অফিসার রিপন কুমার ঘোষ, সাইদ মাসুদ, নবযাত্রা প্রকল্প কোডেকের উপজেলা সম্বনয়কারী মোঃ মহিউদ্দীন মোল্ল্যা, কাডেকের টেকনিক্যাল অফিসার লাইভলীহুডস কাজী তোবারক হোসেন, ফিল্ড অর্গানাইজার মোঃ জাহাঙ্গীর হোসেন, মোশারেফ হোসেন ও ফারহানা খাতুন। মঙ্গলবারে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষানার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।#