দাকোপে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

0
745
All-focus

নিজস্ব প্রতিবেদক,খুলনা টাইমস :
খুলনার দাকোপ উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় দি সল্ট সলিউশন প্রকল্পের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলার পানখালি ইউনিয়নের মধ্যপাড়ার লিড ফার্মার মনমথ ঘোষের প্রদর্শনী প্লটে নেদ্যারল্যান্ডের অর্থায়নে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে ইকো কো-অপারেশন বাংলাদেশের সহায়তায় কৃষক মাঠ দিবস হয়েছে।
মধ্যপাড়ার সমাজ সেবক অমল চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা রিনা আকতার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক দেবদাশ রায়, ইকো কো-অপারেশনের প্রযুক্তি কর্মকর্তা শেখ তরিকুল ইসলাম।
আয়োজিত মাঠ দিবসে ৯৫ জন কৃষক-কৃষাণি অংশগ্রহন করেন। এসময় লিড ফার্মার তার প্রদর্শনী খামারে উপস্থিত কৃষকদের নিয়ে বাস্তবায়িত প্রযুক্তি, কৌশল এবং খেতের ফলাফল সম্পর্কে জানায়। প্রদর্শনী খামার থেকে ফিরে উপস্থিত কৃষকরা তাদের সবজি খেতের সমস্যাগুলো অতিথিদের সামনে উপস্থাপন করেন। এরপরে বক্তারা সংশ্লিষ্ট এলাকায় লবণাক্তার ভয়াবহ প্রভাবসমূহ উল্লেখ করে বলেন, নির্দিষ্ট এলাকায় পরিক্ষামূলকভাবে সময়মত বীজ রোপন করলে এ সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কোডেকের মাঠ কর্মকর্তা গাজী ফারুক হোসেন।