দাকোপে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

0
603
All-focus

প্রতিনিধি, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় চাষি পর্যায়ে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধির প্রযুক্তি প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় বেড প্লান্টার প্রদর্শনীর মাঠ দিবস হয়।

রোববার (৩ ফেব্রুয়ারি) বেলা ৪টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার তিলডাঙ্গা গ্রামের লিড ফার্মার কমলেশ শীলের প্রদর্শনী প্লটে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। তিলডাঙ্গার মাছরাঙা সিআইজি দলের সভাপতি সঞ্জয় শীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হিরন্ময় কুন্ডু, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, দাস বিভূতি রঞ্জন, রিনা আকতারসহ আরও অনেকে। মাঠ দিবসে প্রায় ১২০ জন কৃষক অংশ নেন।