দাকোপে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

0
513

নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :

খুলনার দাকোপ উপজেলায় চাষি পর্যায়ে ফসলের উৎপাদন বৃদ্ধির প্রযুক্তির ওপর জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের (এনএটিপি দ্বিতীয় পর্যায়) আওতায় কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।শনিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পানখালী ইউনিয়নের পানখালী গ্রামের কৃষক অখিল হালদারের প্রদর্শনী খেতে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মতিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, হিরা ফৌজদারসহ আরও অনেকে।

এ সময় বক্তারা, বীজ ধানের গুনাগুন সম্পর্কে, বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদন, গাছের ফুল, ফল ঝোরে যাওয়া (রোধ) এবং সিআইজি ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেন। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪৯ জন শিক্ষার্থীসহ প্রায় শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।