দাকোপে কমিউনিটি ক্লিনিকের ইন্টারফেইস সভা অনুষ্ঠিত

0
377

আজিজুর রহমান, দাকোপ থেকে:
খুলনার দাকোপ উপজেলায় গত সোমবার সকাল ১১টায় সুতারখালী কমিউনিটি ক্লিনিকের ইন্টারফেইস সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সুতারখালী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক চত্ত¡রে ইউএসএআইডি’র আর্থায়নে “নবযাত্রা” প্রকল্প সুশীলনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসিস্টান্ট স্বাস্থ্য ইন্সেপেক্টর রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশনের কমিউনিটি ডেভেল্পমেন্ট অফিসার স্টিফেন হেমব্রম, প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক, ইউপি সদস্য মিহির রায়, নার্গীস বেগম, সাংবাদিক গাজী আবুল বাশার, ভূমিদাতা রফিকুল ইসলাম খোকন, গুনারী দাখিল মাদরাসার সহ-সুপার মিজানুর রহমান, কমিউনিটি গ্রæপের সদস্য জাবের ঢালী, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রবিউল গাজী, সদস্য রেজাউল ঢালী, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর গাজীসহ আরোও অনেকে। তাছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেভিংস গ্রæপের ফিল্ড অর্গানাইজার গোলাম রাব্বি আকঁন, ফিল্ড ফ্যাসিলিটেটর নাজমুল হাসান, মতিন বিশ্বাস, হিমিকা বৈদ্য, বাসন্তী রানী, চামেলী খাতুন। ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের অনুষ্ঠিত সভায় বক্তাদের মাঝে কমিউনিটি ক্লিনিক পরিচালনা দক্ষতার সমস্যা নিয়ে কিশোর-কিশোরী, মহিলা-পুরুষদল পৃথক পৃথক সমাধানের কথা উল্লেখ করে থাকেন। এসময় উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে ১১ হাজার ৮শত টাকা ক্লিনিকের তহবিল গঠন করা হয়। সোশ্যাল এ্যাকাউন্টেবিলিটি অর্গানাইজার রোকছানা বুলবুলি ও বিপুল বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন সোশ্যাল এ্যাকাউন্টেবিলিটি অর্গানাইজার দেবরঞ্জন বিশ্বাস।#