দাকোপে উন্নত প্রযুক্তির মাধ্যমে ডিম থেকে বাচ্চা উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

0
557

প্রতিনিধি,দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় ইনকিউবেটরের মাধ্যমে উন্নত প্রযুক্তিতে ডিম থেকে বাচ্চা উৎপাদন বিষয়ক দুই দিনব্যাপি প্রশিক্ষণ শেষ হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কোডেক নবযাত্রা প্রকল্পের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস কোঅর্ডিনেটর মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ইনকিউবেটর মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার চারটি ইউনিয়নের ২৪ জন সুবিধাভোগি অংশ নেন। সমাপ্ত দিনে প্রকল্পের পক্ষ থেকে অংশ গ্রহনকারিদের মাঝে ৪টি ইনকিউবেটর মেশিন বিতরণ করে ইউএনও। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন। প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়। উপস্থিত ছিলেন কোডেকের উপজেলা সমন্বয়কারী মহিউদ্দিন মোল্যা, এন্টারপ্রাইজের ডেভেলপমেন্ট টেকনিক্যাল অফিসার মো. এনায়েত কবীর, ফিল্ড অর্গানাইজার ফারহানা আক্তারসহ উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিদিবৃন্দ।