দাকোপে উদ্ভাবিত প্রযুক্তি উপযোগিতার মাঠ দিবস

0
715

প্রতিনিধি, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে উপকূলীয় লবনাক্ত এলাকায় উদ্ভাবিত প্রযুক্তিসমূহের উপযোগিতা যাচাইয়ের ওপর মাঠ দিবস হয়।

রোববার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার তিলডাঙ্গা গ্রামে খুলনার সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুনুর রশিদের সভাপতিত্বে কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন সরেজমিন গবেষণা বিভাগের মুখ্যবৈজ্ঞানিক কর্মকর্তা ড. রিনা রানী সাহা। বিশেষ অতিতি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবুল খয়ের, সরেজমিন গবেষণা বিভাগের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খোকন কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি শচীন্দ্রনাথ মণ্ডল, কৃষক ভবেন্দ্রনাথ মণ্ডল, দীলিপ কুমার হালদার, পাপিয়া সরকারসহ আরও অনেকে। এতে প্রায় ২০০ জন কৃষক অংশ নেন।