দাকোপে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের প্রশিক্ষণ

0
359
All-focus

আজিজুর রহমান, দাকোপ (খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:  
খুলনা জেলার দাকোপ উপজেলায় রোববার সকাল ১০টায় ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএআইডি’র অর্থায়নে উইন্ডরক ইন্টারন্যাশনালের সহযোগীতায় কোডেকের বাস্তবায়নে তিনদিনের প্রশিক্ষণ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের প্রোমানন্দ্র গাইনের বাড়িতে আয়োজন করা হয়। প্রথম দিন অনুষ্ঠিত প্রশিক্ষণে ২৫ জন কৃষাণ-কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন। এসময় উন্নত প্রযুক্তিতে জলবায়ূ সহনশীল শাক-সবজি উৎপাদন, হাঁস-মুরগি পালন এবং বালাইনাশকের নিরাপদ ব্যবহারের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, উপজেলা কোডেকের লাইভলি হুডস্ টেকনিক্যাল অফিসার মোঃ তোবারেক হোসেন, ফিল্ড অর্গানাইজার মোঃ জাহাঙ্গীর হোসেন, কাজী আলফাজ, মোশারেফ হোসেন ও বোরহান উদ্দীন।