দাকোপে আন্তর্জাতিক সিডও দিবস পালিত

0
391

প্রতিনিধি,দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে আন্তর্জাতিক সিডও দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চত্বর থেকে প্ল্যাকার্ড, ফেষ্টুন ও ব্যানারসহ এক বর্ণাঢ্য র‌্যালী বটবুনিয়া বাজার প্রদক্ষিন করে। র‌্যালি শেষে বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলনকক্ষে প্রধান শিক্ষক স্বপন মহলদারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য ইকবল হোসেন। বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর আকবর হোসেন, সহকারি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায়, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, শিক্ষক সিদ্ধার্থ সরকার, কৃষ্ণ প্রসাদ মিস্ত্রি, হরিপদ বাইন, মিহির কুমার মন্ডল, পুষ্পেন রায়, সঞ্জয় বালা, নবযাত্রা প্রকল্পের খান তৈয়বুর রহমান, শ্রীপর্ণা বাইন, মরিয়ম খাতুনসহ আরও অনেকে। এর আলোচ্য বিষয় ছিল নারীর প্রতি বৈষম্যরোধে করণীয়। সভাটি উপস্থাপন করেন প্রকল্পের জেন্ডার কর্মকর্তা নাসরিন মনোয়ারা।