দাকোপে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত

0
487
All-focus

আজিজুর রহমান, দাকোপ (খুলনা) প্রতিনিধি:
খুলনার দাকোপ উপজেলায় অমর একুশের প্রথম প্রহরে হাজার মানুষের পুষ্পাঞ্জলির মধ্যদিয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল। মঙ্গলবার (২০ ফেব্রæয়ারী) দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে শহীদ বেদীতে ফুলের শুভেচ্ছা জানিয়ে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তাঁরা।
ফাগুনের ফোটা রঙিন ফুলের স্তবক নিয়ে শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে উপজেলা মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, দাকোপ প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পাটিসহ সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহন ও ব্যস্তবায়ন করা হয়। আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারী, আমি কি ভুলিতে পারি। গানের করুণ সুরে কালো ব্যাজ ধারণ করে যথযথা মর্যাদার সাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন উপজেলার সর্বস্তরের মানুষ। বুধবার সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি প্রভাত ফেরী বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন।
তারপর শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। এসময় বক্তব্য করেন দাকোপ সার্কেল অফিসার মোঃ বদরুদ্দোজা, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, এ্যাড. শুভদ্রা সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, সমাজসেবা কর্মকর্তা খায়রুন্নেছা, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাবুদ্দিন চৌধুরি, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ সাগর সেন, শিক্ষার্থী রুমা আক্তার, স্বপ্নীল খান মাহিসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#