দলের সিদ্ধান্তকে উপেক্ষাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে : শেখ হেলাল এমপি

0
856

খুলনার উন্নয়ন, রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি’র সাথে মতবিনিময় করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি এবং সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি।  সোমবার বেলা ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময়ে শেখ হেলাল উদ্দিন এমপি বলেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে হবে। আর সেকারনেই নির্বাচনে বিজয় অর্জন করতে দলকে সুসংগঠিত করতে হবে। দলকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। দলের সিদ্ধান্তকে যারা উপেক্ষা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সেলক্ষ্যকে সামনে রেখেই দলের পক্ষ থেকে নির্বাচন মনিটরিং করা হবে। তিনি খুলনার উন্নয়নের বিষয়ে বলেন, এ অঞ্চলে যে সকল উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, সেকাজ গুলি নিদ্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমিনুল হক, কাউন্সিলর আলী আকবর টিপু, শেখ সৈয়দ আলী, হাফেজ মো. শামীম, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, সরদার আলমগীর , মনিরুজ্জামান সাগর, এস এম আসাদুজ্জামান রাসেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি