দরিদ্র, অসহায়, শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণীর ব্যক্তিবর্গ যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচ বোধ করেন, তাদের জন্য খুলনা জেলা প্রশাসন হট লাইন চালু করেছে

0
833

নোভেল করোনাভাইরাস সংক্রমণরোধে ঘোষিত ”ঘরে থাকুন, নিরাপদে থাকুন” এর কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষ, যাহা এখনো সহায়তা পাওয়ার জন্য কোন তালিকাভুক্ত হননি, বিশেষ করে দরিদ্র, অসহায়, শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণীর ব্যক্তিবর্গ যারা জনসম্মুখে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচ বোধ করেন, তাদের জন্য জেলা প্রশাসন, খুলনার তত্ত¡াবধানে বিশেষ বেসরকারি মানবিক সহায়তা সেল কর্তৃক গৃহীত উদ্ভাবনী উদ্যোগ “Door to Door Essential Goods Distribution in Corona Crisis through Digital Survey”  হটলাইন চালু করা হয়েছে।