দপ্তরী নিয়োগ দূর্নীতি ঠেকাতে বড়দল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

0
445

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ জে,বি নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দপ্তরী নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে বড়দল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা সুর্য্যকান্তি মন্ডল। মঙ্গলবার সকাল ১১টায় লিখিত বক্তব্যে ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন বর্তমান ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পথে সে কারনে প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজস করে মেয়াদের মধ্যে দপ্তরী নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকার লেনদেন এর পাইতারা চালিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের উন্নয়নের কথা বলে মিটিং ডেকে সেখানে কৌশলে দপ্তরী নিয়োগের অনুমোদন করে নিয়ে ৬ ডিসেম্বর পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে আমি (সুর্য্যকান্ত) বিদ্যালয়ে যেয়ে দপ্তরী নিয়োগের কথা শোনায়, প্রধান শিক্ষক আমার সহিত অনাকাংখিত আচারণ করেন এবং বিদ্যালয়ের মধ্যে আমাকে ঢুকতে নিষেধ করেন। তিনি লিখিত বক্তব্যে আরো বলেন অত্র বিদ্যালয়ে কয়ক মাস পূর্বে আয়া নিয়োগে চরম দুর্নীতি হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পথে সেকারনে কমিটির মেয়াদের মধ্যে যদি দপ্তরী নিয়োগ হয় তাহলে দুর্নীতির মাধ্যমে এবং প্রচুর অর্থের বিনিময়ে অসৎ ও অযোগ্য ব্যক্তি অত্র বিদ্যালয়ে দপ্তরী পদে নিয়োগ পাবে। এসকল অভিযোগ তুলে সূর্যকান্ত মন্ডল সংবাদ সম্মেলনের মাধ্যমে দুর্নীতি ও অর্থের বিনিময়ে দপ্তরী নিয়োগ বন্ধ করে নতুন কমিটির মাধ্যমে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নিয়োগ দান করার জন্য জেলা প্রশাসক সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেন।