দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনার সরকার গঠন করতে হবে : খুলনায় ১৪ দল

0
423

১৪ দলের নেতৃবৃন্দ বলেছেন, খুলনা তথা দক্ষিণা পশ্চিমাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের সরকার গঠন করতে হবে। সরকার গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, দেশ ও দেশের মানুষকে রাহু মুক্ত করতে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। এ লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতৃবৃন্দ আগামী ৩ মার্চ গণতন্ত্রের মানস কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে ১৪ দলের নেতৃত্বাধীন দলগুলি পৃথক পৃথক মিছিল সহকারে অংশ গ্রহণের আহবান জানান।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের এক জরুরি সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
জাসদ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর জাসদ সভাপতি রফিকুল হক খোকন, জেলা ন্যাপের সভাপতি এ্যাড. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, জাতীয় পাটি জেপি নেতা শরীফ শফিকুল হামিদ চন্দন, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, শ্যামল সিংহ রায়, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. নিমাই চন্দ্র রায়, জোবায়ের আহমেদ খান জবা, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, হাফেজ মো. শামীম, মফিদুল ইসলাম টুটুল, জাতীয় পার্টি (জেপি) নেতা অধ্যক্ষ ডা. এম এন আলম সিদ্দিকী, ওয়ার্কার্স পাটির নেতা শেখ মফিদুল ইসলাম, মো. মোজাম্মেল হক, ন্যাপের মিলন মোহন মÐল, গণতন্ত্রী পার্টিও মো. সোলেমান হাওলাদার, মো. আরিফজুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় ৩ মার্চের জনসভা সফলের লক্ষ্যে ২৬ ফেব্রæয়ারি বিকাল ৪টায় ১৪ দলের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয় হতে শুভেচ্ছা মিছিল এবং ২৭ ফেব্রæয়ারি বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত হয়।
সংবাদ বিজ্ঞপ্তি