তেরখাদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফুটবল প্রতিযোগিতা 

0
346

টাইমস প্রতিবেদক : খুলনা জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্যোগে এবং পাঞ্জেরী ও সোহাগ বুক ডিপো’র সহায়তায় বৃহস্পতিবার বিকেল ৩টায় ইখড়ি কাঠেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় বলর্দ্বনা এবিএস মাধ্যমিক বিদ্যালয় ও পঞ্চপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরস্পরের মুখোমুখী হয়। খেলায় বলর্দ্বনা এবিএস মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে।
“খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে ফুটবল ডিএনসি কাপ ফুটবল ২০১৭ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলাম, জেলা মাদক দ্রব্য উপপরিচালক মোঃ রাসেদুজ্জামান, তেরখাদা উপজেলা সহকারী ভূমি কমিশনার ফাতেমা তুজ জোহরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীলীগের সভাপতি ও চ্যাম্পিয়ান বিদ্যালয়ের সভাপতি এফএম অহিদুজ্জামান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন খুলনা খ সার্কেল মোঃসাইফুর রহমান, উপজেরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ  আব্দুর  আউয়াল আকন,  প্রধান শিক্ষক আবুল বাশার শিকদার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বাছিতুল হাবিব প্রিন্স, চ্যাম্পিয়ান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরাম হোসেন জমাদ্দার, মোঃ বোরান উদ্দিন বিশ্বাস, মোঃ শাহাজান শেখ, মৃদুল কুমারসহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ।