তেরখাদায় অবাধে চলছে ডিমওয়ালা মা মাছ নিধন

0
160

তেরখাদা প্রতিনিধি:
ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের অভিযোগে জানা যায়, খুলনার তেরখাদা উপজেলার কোলা, বাসুয়াখালী, সস্তার বিল, নলামারা ভূতিয়ার বিল, পুঠিমারী, মথিয়া আবনালী, পদ্মবিল, পুঠিমারী বিলসহ বিভিন্ন জলাশযে চলতি বছরে সরকারের পক্ষে স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী সরকারি হস্তক্ষেপে ১০ টি বিল উন্মুক্ত ঘোসনা করে। সর্ব স্তরের মৎস্য জীবীদের মাছ আহরণের সুযোগ করে দেন। অথচ এলাকার কিছু দালাল চক্র উন্মক্ত উক্ত সরকারি খাস জলমহল বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। বিক্রিত জলমহলে মৎস্যজীবিরা মাছ ধরতে গেলে বাধাসহ হামলার শিকার হচ্ছে। এ বিষয়ে মৎস্যজীবীরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে। সরেজমিনে তথ্যানুসন্ধ্যানে জানা যায়, মোকামপুর গোশশিসা, ঠেংগার নাল, সস্তারবিল, ফোদী কৈবত্য শিসাসহ উন্মুক্ত বিলগুলোতে পানি সেচে ডিমওয়ালা মা মাছ নিধন করছে। বর্তমানে উক্ত জলমহলগুলোতে রয়েছে নলা, কাতলা, শিং, মাগুর, কৈ, ফলই, টেংরা, পাবদা, ষোল, টাকিসহ দেশী প্রজাতির বিভিন্ন ডিমওয়ালা মাছ। জলাশয় গুলোতে মেশিন দিয়ে পানি সেচে উক্ত মাছগুলো নিধন করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের জোর নজরদারী না থাকায় দেশীয় প্রজাতির মিঠা পানির মাছ ক্রমশ বিলুপ্ত হচ্ছে। এ বিষয়ে মৎস্যজীবীরা ও সংশ্লিষ্ট এলাকাবাসী অতি দ্রæত বিলের অভিযান চালিযে মা মাছ রক্ষার জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জানান, অতি শিঘ্রই এ বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।