তেরখাদার সাচিয়াদহ বাজারে অগ্নিকান্ডে ২০ দোকান ভস্মিভূত

0
502

নিজস্ব প্রতিবেদক:
তেরখাদা উপজেলার সাচিয়াদহ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাজারের একটি জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বাজারের একটি জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের খুলনার বয়রা, রূপসা, বাগেরহাট, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থেকে ১০টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
তেরখাদা উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রথমে যে দোকানটিতে আগুন লেগেছিল সেটিতে প্রায় ১০০ ড্রাম জ্বালানি তেল ছিল। ১৫ থেকে ২০টি দোকান পুড়ে গেছে এবং পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।