তিন ঘন্টার অবরোধ এক ঘন্টায় শেষ খুলনা জুট স্পিনার্সের শ্রমিকদের

0
505

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:
শিরোমণি শিল্পাঞ্চালের বন্ধকৃত ব্যাক্তিমালিকানা জুট স্পিনার্স মিলের শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তাদের সকল বকেয়া পাওনা পরিশোধ, উৎপাদন প্রক্রিয়া চালুর দাবীতে পূর্বঘোষিত খুলনা-যশোর মহাসড়কের শিরোমণি শিল্পাঞ্চাল এলাকায় বৃহস্পতিবার তিন ঘন্টার অবরোধ পুলিশি বাধায় এক ঘন্টায় শেষ হয়।
সকাল সাড়ে ৮টা থেকে মিলের সর্বস্থরের নারী-পুরুষ শ্রমিক-কর্মচারীসহ বিভিন্ন শ্রেনীর মানুষ শিরোমণি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে জমায়েত হয়। সকাল ৯টায় ব্যানার নিয়ে মিছিল সহকারে খুলনা যশোর মহাসড়কের শিরোমণি শিল্পাঞ্চালের বাজার সংলগ্নে মহাসড়কের উপর অবস্থান করে সমাবেশ করে। অবরোধ করে মিলের শ্রমিক নেতৃবৃন্দের বক্তৃতা চলাকালে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ লিয়াকত আলীসহ কয়েক প্লাটুন পুলিশ অবরোধ স্থলে উপস্থিত হয়ে পুলিশ প্রধানের খুলনায় আগমন উপলক্ষে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। অবরোধ প্রত্যাহারের জন্য এ সময় খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, পুলিশ কর্মকর্তা এবং শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর সকাল পৌনে ১০টায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এ সময় আন্দোলনরত শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম সহ নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের কর্তা ব্যাক্তির খুলনায় আগমনে এবং সংশ্লিষ্ট থানা পুলিশের অনুরোধে তিন ঘন্টার অবরোধ প্রত্যাহার করে সংক্ষিপ্ত করে এক ঘন্টা পালন করা হয় এবং দাবী আদায়ে চলমান আন্দোলন কর্মসুচি অবরোধের মধ্যে দিয়ে শেষ হওয়ায় আগামী ২২ মার্চের মধ্যে দাবী মেনে নেওয়া না হলে ২৩ মার্চ শুক্রবার বিকাল ৩টায় শিরোমণি শহীদ মিনার চত্বরে শ্রমিক জনসভার মধ্যে দিয়ে নতুন আন্দোলন কর্মসুচি ঘোষনা করা হবে। অবরোধ চলাকালে মিলের সিবিএ-ননসিবিএর সমন্বয়ে দাবী আদায় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তৃতা করেন, খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী, ৩৪ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক খ,ম লিয়াকত আলী, সিবিএ সাবেক নেতা শেখ রবিউল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, মোঃ নুর ইসলাম, আবুল হাসেম গাজী, আল মামুন, কাগুজী ইকরাম, খোকন, আরিফ, মিজান, মামুন প্রমুখ।