তালায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
326

তালা প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার”-এ অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় তালায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে জাতীয় সংগীত মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে উক্ত শোভাযাত্রা উপশহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।
তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইখতিয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম,তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিমেশ কুমার বিশ্বাস, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শহীদ মক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল,তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্যা জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও কমান্ডার মোঃ মফিজউদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়াদ্দার, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,স্কুল,কলেজ,মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,সুশিল সমাজের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।