তালায় প্রতিবন্ধী শিশু আব্দুর রহমান বাঁচতে চায়!

0
1019

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের নওয়াবালী ফকিরের দুই বছর বয়সী প্রতিবন্ধী শিশুপুত্র মোঃ আব্দুর রহমান ফকির বাঁচতে চায়! মস্তিষ্কে পানি জমার পাশাপাশি শিরা ও পাজরের হাড়ে সমস্যা হয়ে সে এখন মৃত্যুপথ যাত্রী। চিকিৎসকরা বলেছেন, তার উন্নত চিকিৎসার জন্য প্রায় তিন লাখ টাকা প্রয়োজন। কিন্তু হতদরিদ্র পিতার পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছেনা। একমাত্র আয়ের উৎস্য ইঞ্জিনভ্যানটি বিক্রি করে ছেলের চিকিৎসার পিছনে খরচ করে এখন তিনি নিঃস্ব। বর্তমান ছেলের চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন হতভাগ্য পিতা নওয়াবালী ফকির। তিনি ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। এজন্য তিনি মোবাইল নম্বর ০১৭৬৭-৯০৫১৪৭ (বিকাশ নম্বরসহ) যোগাযোগ করার জন্য স্বহৃদয়বান ব্যক্তিদের কাছে অনুরোধ করেছেন।