তালায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধের নির্দেশ

0
641

এম আর জামান টিপু, তালা:
সাতক্ষীরা তালায় জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা কথা ভেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঝুঁকিপূর্ণ এসব ভবনে পাঠদান বন্ধের নির্দেশনা জারি করেন। উপজেলা প্রথমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়,তালা উপজেলায় ২১১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২ টি ঝুকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করে ঐসকল বিদ্যলয়ে পাঠদান বন্দের নির্দেশ দেন। ঝুকিপূর্ণ বিদ্যালয় গুলো হলো, ডুমুরিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিখা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরুল্ল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় । জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঝুকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধের নির্দেশনায় কিছু স্কুলে বিকল্প ব্যবস্থায় পাঠদান হলেও অধিকাংশটিতে ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান এখনো বিদ্যমান। ডুমুরিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন বলেন, তার বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ থাকায় কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন মারাত্মক ঝুকিতে। যেকোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তিনি দ্রুত নতুন ভবন স্থাপন করে শিক্ষার্থীদেরর পাঠদান অব্যহত রাখার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেন। এবিষয়ে তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান এ প্রতিনিধিকে জানান, বর্তমানে বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন পুনঃনির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে ভবন পুনঃনির্মাণের জন্য অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে।বাকি বিদ্যালয়ে আগামী অর্থবছরে ভবন পুনঃনির্মাণ করা হবে। এসব ভবন পুনঃনির্মাণ না হওয়া পর্যন্ত নিরাপত্তার স্বার্থে কোনো ক্রমেই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান না করার নির্দেশনা জারি করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস।