তালায় কপোতাক্ষ নদী থেকে দু’নবজাতকের ভাসমান লাশ উদ্ধার

0
685

শেখ নাদীর শাহ্:


কপোতাক্ষের সাতক্ষীরা তালা উপজেলার মেলাবাজার সংলগ্ন এলাকা থেকে পুলিশ ভাসমান অবস্থায় ২ নবজাতকের লাশ উদ্ধার করেছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয়রা নদীতে ঐ দু’নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে, ভ্রুণ অবস্থায় গর্ভপাত ঘটিয়ে কেউ তাদের সেখানে ফেলে দিয়েছে। তবে নবজাতক দু’টি ছেলে নাকি মেয়ে সেটা সনাক্ত’র অবস্থায় নেই।

স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে তালা মেলা বাজার হতে মাঝিয়াড়া অভিমূখে কপোতাক্ষে মাছ ধরার সময় দু’জেলে নবজাতক দুটির লাশ ভাসতে দেখে।

এর মধ্যে একটি লাশ নদীর মধ্যে এবং অপরটি তীরে পাড়ে (প্রায় ১ মিটার উপরে) ছিল। এ সময় জেলেরা স্থানীয় যুবকদের জানালে তারা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দু’নবজাতকের ভাসমান লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।