তালায় অস্ত্র ও বোমাসহ ছাত্রশিবিরের ৫ নেতা আটক

0
461

সেলিম হায়দার :
সাতক্ষীরার তালা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ছাত্রশিবিরের ৫ নেতাকে আটক করেছে।
আটকৃতরা হলো তালা উপজেলার দোহার গ্রামের মোসলেম সরদারের পুত্র এনামুল সরদার (১৯), শাহাজাতপুর গ্রামের শাহাজান খানের পুত্র হাবিবুর রহমান (২৩), শুভংকরকাটি গ্রামের রহিম শেখের পুত্র মহাসিন শখে (১৯), শ্রীমন্তকাটি গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের পুত্র সুজন মোড়ল (১৯) এবং নলতা গ্রামের আছাদুজ্জামানের পুত্র আনোয়ার হোসেন সাগর (২০)। এ সময় তাদের কাছ থেকে দেশিয় তৈরি একটি ওয়ান শুটারগান, ৫টি পেট্রোল বোমা, ৩টি ককটেল ও ৩ টি জিহাদী বইসহ বোমা তৈরির সরঞ্জাম এবং বিভিন্ন বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। বুধবার ভোরে তালা কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে গোপন বৈঠকের সময় তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকালে তাদেরকে ৪টি মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে তাদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।