তালার ঘেরে মাছের উৎপাদন বাড়াতে মুরগীর বিষ্ঠা প্রয়োগ : পরিবেশ বিপর্যয়ের আশংকা

0
451

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি, খুলনাটাইমস:
সাতক্ষীরার তালার তেঁতুলিয়া ইউনিয়নের আড়ংপাড়ার বড়াতোলার বিলের একটি দেড় শ’ বিঘার মাছের ঘেরে খাদ্য হিসেবে মুরগীর বিষ্ঠা প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে জীবাণুবাহী বিষ্ঠায় বেড়ে ওঠা মাছ খেয়ে প্রাণ ঘাতি রোগের আশংকার পাশাপাশি ঐ এলাকার মারাতœক পরিবেশ বিপর্যয়ের আশংকা করছেন এলাকাবাসী। এব্যাপারে তারা পরিবেশ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগে জানাগেছে,তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আড়ংপাড়ার বড়াতোলার বিলের প্রায় দেড় শ’ বিঘা জমির ইজারা নিয়ে যশোরের কেশবপুর এলাকার ইনছাপ ও পলাশ নামে দু’ ঘের ব্যবসায়ী বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছে। এলাকাবাসী জানায়,দীর্ঘ দিন যাবৎ তারা মাছ উৎপাদনে বিভিন্ন বিষ্ঠার পাশাপাশি অখাদ্য-কু-খাদ্য প্রয়োগ করে থাকে। সর্বশেষ গতকাল শনিবার বিকেলে তারা ঐ ঘেরে মুরগীর বিষ্ঠা প্রয়োগকালে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এসময় তারা এর প্রতিবাদ করলেও তারা কারো কথা শোনেনি। তাদের অভিযোগ,জীবাণুবাহী বিষ্ঠা প্রয়োগে মাছ উৎপাদনে ঐ মাছ কতটা স্বাস্থ্য সম্মত। এছাড়া জনবহুল এলাকায় ঘেরে গন্ধযুক্ত বিষ্ঠা প্রয়োগে এলাকার সামগ্রিক পরিবেশ মারাতœকভাবে বিপর্যস্ত হচ্ছে। এতে বাতাসের সাথে জীবাণু মিশে এলাকায় বিভিন্ন ধরণের রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার আশংকা করছেন এলাকাবাসী।
এব্যাপারে তালা উপজেলা সেনেটারী কর্মকর্তা শাহানাজ আক্তারের নিকট জানতে চাইলে তিনি বলেন,এব্যাপারে তার কিছু জানা নেই।
তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান বলেন,আইনি তপশীলে বিষয়টি উল্লেখ না থাকায় এনিয়ে তাদের কিছুই করার নেই।
সর্বশেষ এলাকার সামগ্রীক পরিবেশ বিপর্যয় ও অস্বাস্থ্যকর পরিবেশে মাছের উৎপাদন ঠেকাতে এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।#