তারকাবহুল একগুচ্ছ ছবি মুক্তি পাচ্ছে হতাশার মাঝেই

0
405

খুলনাটাইমস বিনোদন: ক্রমেই নাজুক পরিস্থিতিতে পড়ছে দেশীয় চলচ্চিত্র শিল্প। যে ছবিটিই মুক্তি পাচ্ছে, সেই ছবিই মুখ থুবড়ে পড়ছে। চলতি বছরে রোজার ঈদে মুক্তি পাওয়া একমাত্র ‘পাসওয়ার্ড’ ছাড়া কোনো ছবিই সাফল্যের মুখ দেখেনি। রোজার ঈদের পর হাতে গোনা দুয়েকটা ছবি মুক্তি পেয়েছে, সবগুলোই ফ্লপের কবলে পড়ায় অনেকটাই হতাশ চলচ্চিত্র নির্মাতারা। এমনকি কুরবানি ঈদের ছবিগুলোও আহামরি ব্যবসা করতে পারছে না। এদিকে হতাশার মধ্যেই আবার মুক্তি পাচ্ছে একগুচ্ছ নতুন ছবি। মুখর হয়ে উঠেছে সিনেমাপড়া। বেশ কয়েকটি তারকাবহুল ছবিও রয়েছে এই তালিকায়। শুক্রবার থেকেই শুরু হয়েছে নতুন ছবির মুক্তির প্রক্রিয়া। শুক্রবার মুক্তি পেয়েছে ‘ভালবাসা ডট কম’ শিরোনামের একটি ছবি। প্রযোজক সমিতির তথ্যমতে সেপ্টেম্বরে চারটি ছবি মুক্তি পাচ্ছে। ছবি চারটি হলো ‘অবতার’, ‘মায়াবতী’, ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ও ‘পাগলামী’। এরইমধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে ছবিগুলো। জানা গেছে, ১৩ সেপ্টেম্বর ‘মায়াবতী’ ও ‘অবতার’ নামে দুটি ছবি মুক্তি পাবে। মাহিয়া মাহি ও জে এইচ রুশো অভিনীত ‘অবতার’ ছবিটি পরিচালনা করেছেন মাহমুদুল হাসান শিকদার। ইয়াশ রোহান ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘মায়াবতী’ পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে মারুফ ও লাক্স তারকা অরিন অভিনীত ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’। এটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান বাবু। কমল সরকার পরিচালিত ‘পাগলামী’ মুক্তি পাওয়ার কথা ২৭ সেপ্টেম্বর। এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও কলকাতার শ্রাবণী রায়। এদিকে মুক্তির আগে আগে ‘অবতার’ ছবিটির টিজার ও তিনটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। ছবির পরিচালক মাহমুদুল হাসান শিকদার বলেন, ‘গত ঈদুল ফিতরে অবতার মুক্তির পরিকল্পনা করেছিলাম। কিন্তু সেই সময় গুছিয়ে উঠতে পারিনি। ভালো সময়ের অপেক্ষায় ছিলাম। সেই অনুযায়ী আগামি ১৩ সেপ্টেম্বর ছবিটির মুক্তি চ‚ড়ান্ত করেছি।’ ছোট পর্দার জনপ্রিয় মুখ নুসরাত ইমরোজ তিশা ও স্বপ্নজালখ্যাত ইয়াশ রোহান অভিনীত এই ছবি নিয়ে পরিচালক অরুণ চৌধুরী বলেন, ‘১৩ সেপ্টেম্বর মায়াবতী মুক্তি দিতে চাইছি। সেন্সরে এটি প্রশংসিত হয়েছে। ছবিটি নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি।’ ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ও ‘পাগলামী’ ছবির পরিচালক, প্রযোজকরাও নির্দিষ্ট সময়ে ছবি দুটি মুক্তির বিষয়টি প্রায় নিশ্চিত করেছেন। অন্যদিকে অক্টোবরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত বছরের আলোচিত ছবি ‘শাহেনশাহ’। দুর্গা পূজা উপলক্ষে আগামি ৪ অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন ছবির প্রযোজক সেলিম খান। এর আগে ছবিটি কয়েক বার মুক্তির কথা থাকলেও তা নানা কারণে সম্ভব হয়নি। এদিকে অনেক দিন পর এক মাসেই চারটি সিনেমা মুক্তির বিষয়ে ‘সিনেমার সুদিন আসছে’ বলে মন্তব্য করেন প্রযোজক পরিবেশক সমিতির নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘দীর্ঘ প্রায় আট বছর পর সমিতির কমিটি গঠিত হয়েছে। আমরা কাজ শুরু করেছি। সিনেমা মুক্তির সময় প্রযোজকের বাড়তি খরচের চাপ অনেকটাই কমিয়ে এনেছি ইতোমধ্যে। আস্তে আস্তে প্রযোজকদের জন্য আরও সুযোগ-সুবিধা তৈরি হবে। এক মাসে চারটি মোটামুটি বড় বাজেটের ছবি মুক্তি পেতে যাচ্ছে। এটি সিনেমার জন্য ইতিবাচক। এখন আমাদের সিনেমা ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার নওশাদ বলেন, ছবির বাজার মন্দা এই অজুহাতে নির্মাতারা যদি হাত-পা গুটিয়ে বসে থাকেন তাহলে এই শিল্পের খরা কখনো কাটবে না। ব্যবসা ভালো-মন্দ যাই হোক ঝুঁকি নিতেই হবে। না হলে সমস্যার সমাধান কখনোই হবে না। পর্যাপ্ত ও মানসম্মত ছবি আমাদের দীর্ঘদিনের দাবি। এই দাবি পূরণে নির্মাতারা ব্যাপক হারে এগিয়ে আসবেন এবং দেশীয় চলচ্চিত্র শিল্পকে রক্ষা করবেন এটাই একমাত্র কাম্য।