তাবলিগ-জামাতের আরো দু’জন করোনায় আক্রান্ত

0
218

খুলনাটাইমস বিদেশ : দিল্লির নিজামুদ্দিনে সাদপন্থী হিসেবে পরিচিত একটি মসজিদকেন্দ্রীক ‘তাবলিগ জামাতে’ যোগ দেওয়া আরো দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ওই দু’জন পুদুচেরির বাসিন্দা। তাদের একজনের বয়স ৫৮ বছর এবং অন্যজনের ৩১ বছর। তাদের দু’জনের বাড়ি পুদুচেরির আরিয়াঙ্কপাম এলাকায়। ভারতের সরকারি কর্মকর্তারা বুধবার তাদের দু’জনের আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন। তাদের দু’জনকে পুদুচেরির যক্ষ্মা হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পরে তাদেরকে স্থানান্তর করা হবে গান্ধী মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটে। জানা গেছে ওই হাসপাতালটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। পুদুচেরিতে দু’জন আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ায় সেখানে সংখ্যা বেড়ে তিনজন হলো। এর আগে যে নারী আক্রান্ত হয়েছিলেন, তিনি অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে নিজামুদ্দিনের ওই মসজিদে যোগ দেওয়ার পর মোট সাতজন মারা গেছেন। এরইমধ্যে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেই মসজিদে তাবলিগ-জামাতের অনুষ্ঠানে যোগ দেওয়া মোট ২৬ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।