ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার প্রায় দ্বিগুণ

0
400
MINOLTA DIGITAL CAMERA

অনলাইন ডস্কেঃ এই বছর ‘ঘ’ ইউনিটে পাসের হার ২৬ দশমিক ২১ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদ ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই বছর ‘ঘ’ ইউনিটে পাসের হার ২৬ দশমিক ২১ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। গতবছর ঘ ইউনিটের পাসের হার ছিল ১৪ শতাংশ। মঙ্গলবার(১৬ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঘ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৬১৫টি (বিজ্ঞানে ১১৫২টি, বিজনেস স্টাডিজে ৪১০টি ও মানবিকে ৫৩টি। গত শুক্রবার (১২ অক্টোবর) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ভর্তিচ্ছু মোট ৯৫ হাজার ৩৪১ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৭০ হাজার ৪৪০জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৮ হাজার ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে বিজ্ঞানে ১১ হাজার ৪শ’ ৩৬ জন, মানবিকে ৪ হাজার ১৬৯, ব্যবসায় শিক্ষায় ১৭ হাজার ৯৪ জন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া যে কোনও অপারেটরের মোবাইল ফোন থেকে এসএমএস করেও ‘ঘ’ ইউনিটের ফলাফল জানা সম্ভব হবে।