ঢাকা সদরঘাটে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

0
604

অনলাইন ডেস্কঃ
ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে দুটি নৌযানের মুখোমুখি সংঘর্ষে অন্তত একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে বিআইডব্লিউটিএ ও নৌ-পুলিশের দল কাজ করছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে পোস্তগোলা ব্রিজের কাছে গ্রিনলাইন ওয়াটার ওয়েজের একটি লঞ্চের সঙ্গে এমভি সাব্বির-২ লঞ্চের মুখামুখি সংঘর্ষ হয়।

বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক জানান, গ্রিনলাইনের নৌযানটি সকাল ৮টার দিকে লালকুঠি ঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। ঘাট ছাড়ার কিছুক্ষণ পর চাঁদপুর থেকে আসা লঞ্চ এমভি সাব্বির-২ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গ্রিনলাইনের। এতে গ্রিনলাইনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং এক যাত্রী আহত হন। আহত ওই যাত্রীকে মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, গ্রিনলাইনের লঞ্চটিতে ৩১৮ জন যাত্রী ছিলেন। এ ঘটনার পর গ্রিন লাইনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীরা টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে চলে গেছেন। ঘটনার তদন্ত চলছে।