ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের বিভাগীয় নির্বাচন কমিটির সভা

0
499

টাইমস প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০১৮ এ গনতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীদের প্রচারনায় খুলনা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির ৫ম সভা মঙ্গলবার সন্ধায় রুপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে হয়। এ সভায় সভাপতিত্ব করেন রুপালী ব্যাংক খুলনা বিভাগের জেনারল ম্যানেজার অশোক কুমার সিংহ রায়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাধন রঞ্জন ঘোষ । অন্যানর মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক খুলনার জিএম মোঃ মোশারফ হোসেন, জনতা ব্যাংকের জিএম মুর্সিদুল কবির,খুলনা বিএল কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডাঃ বিশ্বাস শাহিন আহম্মেদ,বঙ্গবন্ধু পরিষদ খুলনার সাধারন সম্পাদক গাজী লিয়াকত হোসেন,অধ্যক্ষ আমিনুর রহমান প্রমূখ । নির্বাচন পরিচালনা কমিটির ৫ম সভার সঞ্চালন করেন রুপালী ব্যাংকের এজিএম নাসির উদ্দিন হালদার ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০১৮ এ গনতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত ২৫ জন প্রার্থী প্রতিদ্বদিতা করছেন । প্রার্থীরা হলেন,ব্যালট নং (১) অধ্যাপক ড.অসীম সরকার, ব্যালট নং (৮) সাংবাদিক এ আর এম মঞ্জুরুল আহসান বুলবুল, ব্যালট নং (৯)এ এইচ এনামুল হক চৌধুরী, ব্যালট নং (১০) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ব্যালট নং (১৫)এ বি এম বদরুদ্দোজা, ব্যালট নং (১৮)অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, ব্যালট নং (২০)এম ফরিদ উদ্দিন, ব্যালট নং (২১) অধ্যাপক ডা.এমরান কবির চৌধুরী, ব্যালট নং (২২) এস এম বাহালুল মজনুন চুন্নু, ব্যালট নং (২৮)অধ্যাপক ড. জিনাত হুদা, ব্যালট নং (৩০) অধ্যাপক ড.তাজিন হুদা, ব্যালট নং (৩২) নিজাম চৌধুরী, ব্যালট নং (৩৯) অধ্যাপক মাহফুজা খানম, ব্যালট নং (৪১) অধ্যাপক ড.মুহাম্মদ আবদুস সামাদ, ব্যালট নং (৪৪) অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, ব্যালট নং (৫০) আতাউর রহমান প্রধান, ব্যালট নং (৫১) অধ্যাপক ডাঃ মাঃ আব্দুল আজিজ, ব্যালট নং (৫৬) আলাউদ্দিন, ব্যালট নং (৬০) নাসির উদ্দিন, ব্যালট নং (৬৪) ড. লিয়াকত হোসেন মোড়ল, ব্যালট নং (৭০) রঞ্জিত কুমার সাহা, ব্যালট নং (৭২) রামদু মজুমদার, ব্যালট নং (৭৪) অধ্যাপক শরীফ আহমেদ সাদী, ব্যালট নং (৭৮) অধ্যাপক ড.সাদকা হালিম, ব্যালট নং (৮০) অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আকতার ।