ডেমোক্রেট পার্টির মনোনয়ন দৌড় থেকে সরে গেলেন পিট বুটেজেজ

0
221

খুলনাটাইমস বিদেশ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রার্থী মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন ইন্ডিয়ানার সাউথ বেন্ড শহরের সাবেক মেয়র পিট বুটেজেজ। গত রোববার রাতে সাউথ বেন্ডে সমর্থকদের এক জমায়েতে বুটেজেজ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত শনিবার সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে দলের আরেক মধ্যপন্থি প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বড় ধরনের জয় পাওয়ার একদিন পর ডেমোক্রেট পার্টির মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ালেন তিনি। মনোনয়ন প্রতিদ্বন্দ্বিতায় নিজের জয়ের আর কোনো সম্ভাবনা দেখছেন না, এমনটি জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। ৩৮ বছর বয়সী এই রাজনীতিক যখন ডেমোক্রেট পার্টির মনোনয়ন প্রতিদ্বন্দ্বিতায় নামার ঘোষণা দিয়েছিলেন তখন বড় একটি দলের মনোনয়ন দৌড়ে অংশ নেওয়া প্রথম সমকামী প্রার্থী ছিলেন তিনি। আইওয়া ককাসে স্যান্ডার্সকে অল্প ব্যবধানে হারিয়ে জয় পেয়ে এবং নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে ভালো ফল করে সাফল্যাজনকভাবে মনোনয়ন দৌড় শুরু করেছিলেন তিনি। কিন্তু নেভাডাতে তৃতীয় হওয়ার পর সাউথ ক্যারোলাইনাতে চতুর্থ হওয়ার মধ্য দিয়ে তার প্রচারণা গতি হারায়। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে মঙ্গলবার একসঙ্গে ১৪টি অঙ্গরাজ্যে ভোট হবে, যাকে ‘সুপার টুইসডে’ বলা হয়। এর আগেই প্রার্থীতার দাবি থেকে সরলেন বুটেজেজ। ডেমোক্রেট পার্টির বামঘেঁষা মনোনয়ন প্রত্যাশী বের্নি স্যান্ডার্স ‘সুপার টুইসডে’র ভোটেও জয় পেয়ে নিজের অগ্রগামিতা ধরে রাখতে পারেন এবং মনোনয়ন পাওয়ার অনেকটা কাছে চলে যেতে পারেন বলে পর্যবেক্ষণ বিবিসির। বুটেজেজ সরে যাওয়ায় ডেমোক্রেট মনোনয়ন দৌড়ে এখন ছয় জন রইলেন; তারা হলেন, বের্নি স্যান্ডার্স, জো বাইডেন, মাইকেল ব্লুমবার্গ, এলিজাবেথ ওয়ারেন, এমি ক্লোবাচার ও তুলসি গ্যাবাড।