ডুমুরিয়া ৭৭ কচ্ছপসহ পাচারকারী গ্রেফতার

0
351

নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন ঘোনা বান্ধা গ্রাম হতে ৭৭ (সাতাত্তর)টি বন্য প্রানী কচ্ছপসহ ১জন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ সদস্যরা। বুধবার রাতে মেজর মোঃ
আনিস-উজ-জামান এবং এএসপি মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে র‌্যাব-৬,
(স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদ পেয়ে এই অভিযান চালানয়।
জানা গেছে, খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন ঘোনা বান্ধা গ্রামস্থ্য রমেশ মিস্ত্রি এর বাড়িতে কতিপয় ব্যক্তি বস্তা ভর্তি কচ্ছপ ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে ঘটনার সত্যতা ও
আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সেখানে পৌছালে কতিপয় ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় আভিযানিক দল স্থানটি ঘেরাও করে উপজেলার ঘোনা বান্ধা এলাকার মৃত অতুল মিস্ত্রিও ছেলে রমেশ মিস্ত্র (৩৪) কে ৭৭ টি বন্য প্রানী কচ্ছপ উদ্ধার করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে কুমিল্লা চাঁদপুর, ঢাকা বিক্রমপুর ছাড়াও দেশের বিভিন্ন স্থান হতে গোপনে অবৈধ বন্য প্রাণী কচ্ছপ ক্রয় করিয়া তার নিজ এলাকায় ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে। সে এলাকায় বন্য প্রাণী জীবিত কচ্ছপ পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়। আসামীর বিরুদ্ধে খুলনা জেলার ডুমুরিয়া থানায় ১৯২৭ সনের বন আইন ও বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।