ডুমুরিয়া ক্লাষ্টার ভিত্তিক চিংড়ি চাষে বায়ো সিকিউরিটি বিষয়ক কর্মশালা

0
277

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়া ক্লাষ্টার ভিত্তিক চিংড়ি চাষে বায়ো সিকিউরিটি এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা বুধবার (২৪ মার্চ) সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
মৎস্য অধিদপ্তর ও শ্রীম্প এন্ড ফিশ ফাউন্ডেশন বাস্তবায়নে ফিশারিজ প্রোডাক্ট বিজনেস প্রোমোশন কাউসিল বানিজ্য মন্ত্রণালয় এর অর্থায়নে এই কর্মশালার আয়োজন। বক্তব্য রাখেন মৎস অধিদপ্তরের সান্সটেবল কোস্টাল একুয়াকালচার এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের পরিচালক সরোজ কুমার মিস্ত্রি। বানিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রশাসন কাউন্সিলের প্রোগাম নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার ঘোষ, শ্রীম্প এন্ড ফিশ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা আবু বক্কার সিদ্দিক। এসময় উপজেলার বিভিন্ন এলাকার ৩৫জন মৎস্য চাষী প্রশিক্ষনে অংশ নেয়।